সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের আওতায় একটি সুষম, টেকসই ও নিরাপদ সড়ক নেটওয়ার্ক নির্মাণের লক্ষে কাজ করে। সড়ক নেটওয়ার্ক নির্মাণের লক্ষে কাজ করে।বন্যা, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দূর্যোগের পর স্বল্পতম সময়ে ক্ষতিগ্রস্থ সড়ক/সেতু মেরামত করে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/যন্ত্রপাতি অত্র সড়ক বিভাগের কাজের বাইরেও জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের ব্যবস্থা আছে। সিএনজি ফিলিং ষ্টেশন/ রূপান্তর কারখানা এবং পেট্রোল/ ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/ বাণিজিক শিল্প কারখানার জন্য প্রবেশপথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সরকারী জমি স্বল্প ও র্দীঘ মেয়াদে লীজ প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস