Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে সড়ক বিভাগ, মেহেরপুর

এক নজরে সড়ক বিভাগ, মেহেরপুর:-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোন ও যশোর সার্কেলের অধীন "মেহেরপুর সড়ক বিভাগ" ২০১১ সনে প্রতিষ্ঠিত হয়। মেহেরপুর সড়ক বিভাগের অধীন ১টি সড়ক উপ-বিভাগ রয়েছে। এ সড়ক বিভাগের আওতায় মোট সড়ক ৯টি যার সর্বমোট দৈর্ঘ্য ১৩৩.৮৪৩ কিলোমিটার। সড়ক সমূহ মেহেরপুর জেলার ৩টি উপজেলা এবং চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলার সাথে সংযুক্ত।

 

মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় জেলা প্রশাসন, স্থানীয় জনগণ এর সার্বিক সহযোগিতা এবং মন্ত্রণালয়ের নিবীড় তদারকিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহের সফল বাস্তবায়নের ফলে মেহেরপুর সড়ক বিভাগের আওতাধীন সড়ক অবকাঠামোর অবস্থা বর্তমানে উন্নততর ও যুগোপযোগী হয়েছে।

মেহেরপুর সড়ক বিভাগের আওতাধীন সড়ক সমূহের তথ্যাদি:

সড়কের ধরন সংখ্যা দৈর্ঘ্য
জাতীয় মহাসড়ক - -
আঞ্চলিক মহাসড়ক ৩টি ৬৬.৫৭২ কিঃমিঃ
জেলা সড়ক ৬টি ৬৭.২৭১ কিঃমিঃ
মোট = ৯টি ১৩৩.৮৪৩ কিঃমিঃ

মেহেরপুর সড়ক বিভাগের অধীন সেতু/কালভার্ট এর তথ্যাদি:

সেতু/কালভার্ট সংখ্যা দৈর্ঘ্য
সেতু ৭টি ৩৪১.৭৪ মিঃ
পিএসবি - -
কালভার্ট ৬৮টি ২০৪.৩৫ মিঃ
মোট = ৭৫টি ৫৪৬.০৯ মিঃ